থানায় দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:১০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

মানিকগঞ্জে ডিউটিরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।

মৃত রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, রফিকুল ইসলাম রাতে থানার অভ্যর্থনা কর্নারে দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক জানান, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি মারা যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, থানায় দায়িত্ব পালনকালে রাত সোয়া ৮টার দিকে কনস্টেবল রফিকুল অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে রফিকুল ইসলামের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

মো. সজল আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।