দীর্ঘ ৮ বছর পর নাফনদীতে মাছ ধরার অনুমতি মিললো

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দীর্ঘ আট বছর পর খুলে দেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফের নাফনদী। এখন থেকে জেলেরা এই নদীতে গিয়ে মাছ ধরতে পারবেন। তবে এ জন্য মানতে হবে কিছু শর্ত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, নাফনদীতে বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালু করতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে নাফনদীতে মাছ ধরার অনুমতি দেওয়া হয়।

সে ক্ষেত্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের ভেতরে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবেন জেলেরা।

মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির পাঁচটি নির্ধারিত পোস্টে টোকেন ও পরিচয়পত্র দেখাবেন জেলেরা। মাছ ধরা শেষে ফেরত আসার পর জেলেদের তল্লাশি করবেন বিজিবির সদস্যরা।

কোনো জেলে চেকপোস্টে না জানিয়ে মাছ ধরতে যেতে পারবেন না। এছাড়া কোনোক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করা যাবে না।

এই অনুমোদন সাময়িক। তিন মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।