নীলফামারীতে মাইক্রো চালক ও কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
নীলফামারীতে মাইক্রোবাসের চালক ও কলেজছাত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের কালিতলা আনন্দ স্কুল সংলগ্ন একটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মাইক্রোবাসের চালকের নাম নয়ন (২৫) এবং কলেজছাত্রীর নাম লিজা আক্তার (১৮)। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
নীলফামারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস