টঙ্গীর মিলগেট এলাকায় অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরীর টঙ্গী মিলগেট এলাকায় কাঁচাবাজার ও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মিল গেট সুন্দর আলী রোড এলাকায় আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র জানায়, টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পানি সংকটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে রাজধানীর উত্তরার তিনটি ও টঙ্গীর চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান।
আমিনুল ইসলাম/এসআর/এমএস