কুষ্টিয়ায় চিকিৎসক ছানাউল্লাহর দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২১ মে ২০১৬

কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান ওরফে ছানাউল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে ছানাউল্লাহর হত্যার দায় স্বীকার করে আইএসের বিবৃতি দানের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানান, আমরা আইএসএ’র দায় স্বীকারের বিষয়টি ইতোমধ্যেই অবগত হয়েছি। তবে এই মুহূর্তে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
 
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি কিংবা কাউকে আটক করতে পারেনি বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী।

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত ছানাউল্লাহর নিজ এলাকা মজমপুরের ব্যবসায়ীরা বেলা ১১টা পর্যন্ত দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টার দিকে হোমিও চিকিৎসক ছানাউল্লাহ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান দাতব্য চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে বটতৈল শিশির মাঠ নামক স্থানে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন হোমিও চিকিৎসক ছানাউল্লাহ। এসময় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান। সাইফুজ্জামানকে গুরতর আহতাবস্থায় শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এদিকে একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নাইম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে কবুরহাট এলাকায় নাইম নামের এক শিক্ষার্থী কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরো দু’জন।

আল-মামুন সাগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।