উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে মোহাম্মদ আলী (৪০) নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ক্যাম্পের এক্সটেনশনের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন জানান, রাতে উখিয়ার ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ আলীর সঙ্গে একই ব্লকের প্রতিবেশী আরিফুল্লাহর (৩৫) বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।