বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মো. আব্দুল আজিজ শেখ (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মৃত এলেম শেখের পুত্র।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজ তার নিজের (২৭নং) খিত্তায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এ নিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় তিন মুসল্লি মৃত্যুবরণ করলেন।

মো. আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।