লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুর ২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই প্রতিবাদ সমাবেশে লালমনিরহাট জেলা কমান্ডার মেজবা উদ্দিন আহমেদসহ উপজেলার ১২ ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গং এর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তারা বলেন, সিরাজুল ইসলামসহ ২/১ জন মুক্তিযোদ্ধার বিভিন্ন অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ায় তারা উপজেলা কমান্ডারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা উপজেলা কমান্ডার ফজলুল হকের বিরুদ্ধে সম্প্রতি এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে।
প্রতিবাদ সমাবেশে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহির উদ্দিন, খাজের আলী, উপজেলা কমান্ডার ফজলুল হক, ডিপুটি কমান্ডার আ. জব্বারসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন।
রবিউল হাসান/এসএস/আরআইপি