মানিকগঞ্জে নাতির হাতে দাদি খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

নাতির হাতে থাকা ট্রাক্টর মেশিনের হ্যান্ডেলের আঘাতে নিহত হয়েছেন দাদি জাহানারা বেগম (৭০)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার ভাসিয়ালী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের নাতি মো. জসিম উদ্দিনকে (২৭) আটক করেছে পুলিশ। জসিম উদ্দিন ওই এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জসিম উদ্দিনের সঙ্গে তার স্ত্রী মুন্নি বেগমের ঝগড়া লাগে। একপর্যায়ে জসিম তার হাতে থাকা ট্রাক্টর মেশিন স্টার্ট দেওয়ার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান। তখন জসিম উদ্দিনের দাদী জাহানারা বেগম থামাতে গেলে তিনি মাথায় আঘাত পান।

পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে মানিকগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার এসআই সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় নিহতের নাতি জসিম উদ্দিনকে আটক করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. সজল আলী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।