রাজশাহী কারাগারে গরম পানিতে দগ্ধ কয়েদি বিপুল মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে দগ্ধ কয়েদি বিপুল কুমার (৩০) মারা গেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিপুল কুমার নওগাঁর মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার সুনীল চন্দ্র সরকারের ছেলে। তিনি নওগাঁ সদর থানায় করা ২০১০ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে দগ্ধ হন বিপুল।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. অফরোজা নাজনিন বলেন, বিপুলের শরীরের ২০ শতাংশ পোড়া ছিল। তাকে আমরা ঢাকায় রেফার্ড করেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থাও করেছিল। তবে আজ সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, একজন কয়েদি আজ মেডিকেলে মারা গেছেন। তবে কী কারণে মারা গেছেন সেটি এখনো বলতে পারবো না। এখন আমি মৃতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করাতে ব্যস্ত। এ বিষয়ে পরে কথা বলবো।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।