ছাত্রদের মাঝে বিভেদ কাম্য নয়: খেলাফত মজলিসের আমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, যারা বিভেদ করছে এটা তাদের ব্যাপার। কিন্তু এ বিভেদ কাম্য নয়। ছাত্রদের মাঝে মতবিরোধ সৃষ্টি হচ্ছে এটা কামনা করি না। আমরা তাদের বলছি এ বিভেদ দূর করার জন্য। আমাদের সবকিছু বাদ দিয়ে দেশের মানুষের স্বার্থে এক প্লাটফর্মে আসার দরকার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, হক ও বাতিলের মধ্যে কেয়ামত পর্যন্ত দ্বন্দ্ব থাকবে। এ বাংলাদেশের বাতিল হলো ফ্যাসিবাদ হাসিনা সরকার। এ ফ্যাসিবাদ ব্যতীত যত সংগঠন আছে সমস্ত সংগঠনের সঙ্গে আমরা ঐক্য করতে রাজী আছি। আমরা অনেক আগে থেকে বলে আসছি আমরা ঐক্য হয়ে সফল একটা রাষ্ট্র কায়েম করি।

ছাত্রদের মাঝে বিভেদ কাম্য নয়: খেলাফত মজলিসের আমির

তিনি আরও বলেন, আমরা চাচ্ছি ইসলামের নামে বিভিন্ন সংগঠন আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ঐক্য চাই। যদিও আমাদের মাঝে মতবিরোধ আছে কিন্তু আমাদের কাবা এক কোরআন এক মতানৈক্য থাকলে ব্যক্তিগত সেটা ভুলে যেতে চাই। আমরা ইসলামী দলগুলো মিলে একটা বাক্স দিতে চাই।

এক টেবিলে বসে সমাধানের কথা উল্লেখ করে বাছিত আজাদ বলেন, যেখানে যে ইসলামী দলের অবস্থান ভালো থাকবে যেখানে আমরা অন্য কোনো ইসলামী দল প্রার্থী দিবো না। আমরা সবাই আগে এক টেবিলে বসে এ সমস্যার সমাধান করবো। এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থী ঘোষণা দেয়নি। একসঙ্গে না বসে আমরা কোনো প্রার্থী ঘোষণা করবো না।

জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন বক্তব্য রাখেন।


মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।