বিয়ে বাড়িতে কনের মামিকে শ্লীলতাহানি, গ্রেফতার ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে কনের মামিকে (১৯) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায়
রাকিব হাসান (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। রাকিব গবাদিপশুর ওষুধ বিক্রেতা।

মামলা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকায় অবস্থান করেন তার স্বামী। এ অবস্থায় ওই কর্মীর ভাগ্নির বিয়ে অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী রাকিব হাসান। বিয়ের বিষয়টি নিয়ে ওই গৃহবধূর বাড়িতে অবাধে যাতায়াত করতে থাকেন তিনি।

১৭ ফেব্রুয়ারি রাতে বিয়ে অনুষ্ঠান হয়। পরিবারের লোকজন কনেকে বরের বাড়ি পাঠিয়ে দেন। পরের দিন বিয়ে বাড়ি থেকে চলে যান স্বজনরা। তখন বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ।

এ সুযোগে ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ওই বাড়ি গিয়ে গৃহবধূর শ্লীলতাহানি করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে কৌশলে সটকে পড়েন রাকিব।

এ ঘটনায় ওই গৃহবধূ ২০ ফেব্রুয়ারি রাকিব হাসানের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে ২১ ফেব্রুয়ারি রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।

এল.বি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।