স্বরাষ্ট্র সচিব

ঝিনাইদহে ট্রিপল মার্ডারে চরমপন্থিরা জড়িত কি না তদন্ত চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের শৈলকূপায় ট্রিপল মার্ডারের সঙ্গে চরমপন্থি দল জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অটনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, যারাই এ ঘটনা ঘটিয়েছেন অচিরে সে রহস্য বের করা হবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা যে অবস্থা ছিল সেটার অনেক উন্নতি ঘটেছে। আমরা পুলিশের বিধ্বস্ত অবস্থায় পেয়েছিলাম। তারা আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। পুলিশ ম্যাজিস্ট্রেট একত্রে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে কাজ করছি।

এ সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী। তিলকে তাল করে একটি গোষ্ঠী কল্পনার ফানুস উড়াচ্ছেন। পুরনো কোনো ঘটনার ছবি বা ভিডিও নতুন করে পোস্ট করে অস্থিতিশীল সৃষ্টি করছেন।

মিলন রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।