আইএফআইসি ব্যাংকের নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২২ মে ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভিতর থেকে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসলাম উদ্দীন (৫০) সদর উপজেলার পানামী গ্রামের মৃত্য আজিবর শেখ ছেলে।  

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জের পুরাতনবাজারে আইএফআইসি ব্যাংকের শাখায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইসলাম উদ্দীন। প্রতিদিনের ন্যায় গতরাতেও দায়িত্ব পালন করার জন্য ব্যাংকে যা তিনি। এরপর রোববার সকাল ১০টার দিকে কর্মকর্তারা ব্যাংকে আসলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন।

পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার আজম খানসহ ব্যাংক কর্মকর্তারা ব্যাংকের দরজা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।