কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে এভারেস্ট জয়ের যাত্রা শাকিলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে ‘সি টু সামিট’ অভিযান শুরু করেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল/ছবি-জাগো নিউজ

কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে ‘সি টু সামিট’ অভিযান শুরু করেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

তিন মাসে গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের ইনানি সৈকত থেকে পায়ে হেঁটে অভিযান শুরু করেন তিনি। প্লাস্টিক দূষণ বিষয়ে জনসচেনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরতে এ অভিযান শুরু করেছেন এই পর্বতারোহী।

বিজ্ঞাপন

কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে এভারেস্ট জয়ের যাত্রা শাকিলের

৯০ দিনের এ অভিযানে পর্বতারোহী শাকিল বাংলাদেশ, ভারত এবং নেপাল হয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের ২৯ হাজার ৩১ ফুট উঁচু শিখরে আরোহণ করবেন বলে জানিয়েছেন। শাকিলের লক্ষ্য, পরিবেশের ক্ষতি না করেই যে দুর্গম অভিযান সম্পন্ন করা যায় তা বিশ্বকে দেখানো। যাত্রাপথে তিনি প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণের বিষয়ে জনসচেনতা, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের গুরুত্ব তুলে ধরবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অভিযানটি সম্পন্ন হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিও রয়েছে শাকিলের সামনে। সবচেয়ে কম বয়সে, কম সময়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এভারেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করতে সক্ষম হলে গিনেস রেকর্ডে তার নাম সংযুক্ত হবে।

কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে এভারেস্ট জয়ের যাত্রা শাকিলের

অভিযান বিষয়ে পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল বলেন, ‘যাত্রাপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে দেশের হয়ে বড় কোনো অর্জন আনতে পারলে সেটি হবে জীবনের সবচেয়ে বড় পাওয়া। এ অভিযানে পরিবারসহ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের সহযোগিতা আমাকে ব্যাপক অনুপ্রাণিত করছে। আমি দেশের সর্ব দক্ষিণের দীর্ঘতম সৈকতের ঢেউ মাড়িয়ে যাত্রা শুরু করে হিমালয়ের চূড়া ছুঁতে চাই। এটা সম্ভব হলে মনে করবো হিমালয়ের শেকড় থেকে শিখরে পৌঁছেছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অভিযানে শাকিলকে সার্বিক সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ‘মি. নুডলস’। সহযোগী হিসেবে আরও রয়েছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), মাকালু-ই-ট্রেডার্স নেপাল ও সিস্টেমা বাংলাদেশ।

কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে এভারেস্ট জয়ের যাত্রা শাকিলের

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘প্রাণ’ তরুণ প্রজন্মকে স্পোর্টসসহ বিভিন্ন সেক্টরে উৎসাহিত করছে। আমি চাই ভবিষ্যতেও তারা যেন আমাদের মতো তরুণ স্বপ্নবাজদের সহযোগিতা করে এবং উৎসাহ দেয়।

বিজ্ঞাপন

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, দেশের জন্য গৌরব বয়ে আনে এমন ভালো উদ্যোগের সঙ্গে আমরা সবসময় থাকতে চেয়েছি। পর্বতারোহী শাকিলের এ অভিযানে সবধরনের সহযোগিতা আমরা করবো, যেন তিনি সঠিকভাবে তার লক্ষ্যপূরণ করতে সক্ষম হন।

কক্সবাজার সৈকতের ঢেউ মাড়িয়ে এভারেস্ট জয়ের যাত্রা শাকিলের

এরআগে নেপালের এক হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন ইকরামুল হাসান শাকিল।

বিজ্ঞাপন

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।