শর্ট সার্কিট থেকে আগুনে ছাই কৃষকের বসতবাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০১ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সবকিছু ছাই হয়ে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের পেঙ্গুয়ারি গ্রামের কৃষক রাশিদুল হাসান মিন্টুর (৩৫) বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, হঠাৎ ঘরে আগুন লেগে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু বসতবাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার রেজাউল করিম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু বাড়ির কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সব কিছু পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এম এ মালেক/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।