ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১১ জনের পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০২ মার্চ ২০২৫

ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১১ জন পদত্যাগ করেছেন। রোববার (২ মার্চ) কলেজের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। এসময় কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগ করেন তারা।

এর আগে শনিবার (১ মার্চ) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ওই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পরদিনই ১১ জন একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন, সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম-সম্পাদক ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার ও সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।

ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১১ জনের পদত্যাগ

পদত্যাগী নেতাদের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময়ে যারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে এবং ৫ আগস্টের পরে বিএনপির চেতনায় ফিরে এসেছে তারা উৎকোচের মাধ্যমে বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন। এ কমিটিতেও এমনটা ঘটেছে।

তারা অভিযোগ করেন, কমিটির সভাপতি পাপ্পু বিশ্বাস বোয়ালমারী সরকারি কলেজের নিয়মিত ছাত্র নন। সাধারণ সম্পাদক মো. সম্রাট মোল্লা এর আগে কোনো রাজনীতিতে জড়িত ছিলেন না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা বলেন, আমরা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অনেকে পদপ্রত্যাশী থাকেন, হয়ত তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছেন। এরপরও যদি কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।