পাবনায় বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৭ মার্চ ২০২৫

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাঁড়ারার জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), একই এলাকার বন্দের আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)। তাদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কাভেটর চালক এবং রিংকু বালু বহনকারী গাড়িচালক।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, দীর্ঘদিন একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু রোধে অভিযান অব্যাহত থাকবে।

আলমগীর হোসাইন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।