টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:১৩ এএম, ০৮ মার্চ ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরির শিকার পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (৭ মার্চ) রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, আব্দুল হামিদসহ পরিবারের সদস্যরা ইফতারে নিজের টিউবওয়েলের পানি পান করেছিলেন। পরে তারা পাশের হাটে গিয়ে অসুস্থ বোধ করেন। স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন হামিদের স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে পড়েছেন। পরে তারা চুরির বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইজিবাইক চালক আব্দুল হামিদ, তার স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫) বর্তমানে সুস্থ।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, বাড়ি ফিরে দেখি ঘরে বক্স খাটের (বিছানা) ছোট টুল বক্সের তালা ভাঙা। সেখান থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, কিছুক্ষণ আগে ঘটনা সম্পর্কে জানলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরিবারটি অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সফিকুল আলম/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।