সেহরির সময় ছেলের হাতে পিতা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৮ মার্চ ২০২৫

যশোরের চৌগাছায় পিতাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পারিবারিক কলহের জেরে শনিবার (৮ মার্চ) ভোরে সেহেরির সময় উপজেলার পাতিবিলা গ্রামে উত্তরপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৪৫) পাতিবিলা গ্রামের আলী বক্সের ছেলে। এ ঘটনায় ঘাতক মোহাম্মদ রবিন (২২) পলাতক রয়েছেন।

নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ছেলে রবিনের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার ভোরে শরিফুল সেহরি খাওয়ার সময় রবিন সুযোগ বুঝে গাছি-দা দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় রবিনের সৎ মা বাধা দেওয়ার চেষ্টা করে ও চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিবেশীরা জানান, রবিন নেশাগ্রস্ত ছিলেন। নারীঘটিত কেলেঙ্কারির ক্ষোভে তার বাবা শরিফুলকে হত্যা করেছে। তবে এ বিষয়টি স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মিলন রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।