চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৮ মার্চ) দিনভর আলমডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি সামগ্রী প্রস্তুত, ন্যায্যমূল্যে কাপড় ও অন্যান্য পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স পান্না ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান এবং মেসার্স বিল্লাল ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মো. বিল্লাল হোসেনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হুসাইন মালিক/আরএইচ/এএসএম