ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৯ মার্চ ২০২৫

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্যানেল মেয়রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র-২ মো. মাহবুবুর রহমান রহমান দুলাল (৫০), বিভিন্ন মামলার আসামি মো. রাফাইত আহসান (৩৮), মো. আহাম্মদ আলী (৫২), মো. রফিকুল ইসলাম (৪০) ও লাল মিয়া ওরফে লালন (৫৪)।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন বলেন, অপারেশন ডেভিড হান্ট ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে। বিশেষ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সদর থানায় সবচেয়ে বেশি আসামি গ্রেফতার হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।