স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুশপুতুল দাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১০ মার্চ ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এই কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার প্রমুখ।

এসময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা এমন বাংলাদেশ চাইনি, যে বাংলাদেশে নারীরা বাড়ি, সমাজ ও দেশে নিরাপদ নয়। আমরা বিভিন্ন সময় ইভটিজিং ও হয়রানির শিকার হচ্ছি। দেশে দিন দিন ধর্ষণ বেড়েই চলেছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।