লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবি মালিক-শ্রমিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১১ মার্চ ২০২৫

শরীয়তপুরে ইট ভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় ইটভাটার মালিকরা জানান, দীর্ঘ ৪০ বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও শরীয়তপুরে ইটভাটার মালিকরা ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া এই শিল্পের সঙ্গে শরীয়তপুরের প্রায় কয়েক হাজার শ্রমিক জড়িত। এই শিল্পকে টিকিয়ে রাখতে শরীয়তপুরের লাইসেন্সবিহীন ইটভাটাগুলো সচল ও বাকি নবায়নকৃত লাইসেন্সসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত সময়ের মধ্যে ইটভাটা গুলোকে প্রদানের দাবি জানান মালিকরা।

লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবি মালিক-শ্রমিকদের

শরীয়তপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল খান বিক্ষোভ মিছিলে বলেন, আমরা সর্বপ্রথম এই জেলায় ইট পোড়াতে শতভাগ পরিবেশবান্ধব জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করছি। এজন্য জেলা প্রশাসক আমাদের পুরস্কৃত করেছেন। সরকার বর্তমানে ব্লক ইট (মেশিনে তৈরি ইট) তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু আমরা কোটি কোটি টাকা লোন করে ইটভাটা করেছি। দাদনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনেছি। ইটভাটা চলুক বা না চলুক তাদের পারিশ্রমিক আমাদের দিতেই হবে। প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের অন্তত চার থেকে পাঁচ বছর সময় দেওয়া হোক। যাতে এর মধ্যে আমরা লোন পরিশোধ ধরতে পারি এবং খরচ উঠিয়ে নিতে পারি। তাই আপাতত ইটভাটা চলার জন্য পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রশাসনিক বৈধ অনুমতি দেওয়া হোক।

বিধান মজুমদার অনি/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।