জামায়াতের মহিলা শাখার কর্মীদের ওপর হামলায় বিএনপিকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১১ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর মহিলা শাখার কর্মীদের ওপর হামলার ঘটনায় সোহেল হোসেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সোহেল হোসেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে মহেশপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে মহেশপুর উপজেলা জামায়াতের নারী কর্মীরা সভার আয়োজন করে। বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে ওই সভার আয়োজন করা হয়। সভা চলাকালীন স্থানীয় হায়াত আলীর ছেলে ঝুমুর (৫০), ওমর আলীর ছেলে আল-আমিন (৪০), আব্দুল কাদেরের ছেলে সোহেল (৩৫), আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (৫০) ও ফকির মিয়ার ছেলে আশরাফুলের (৩৫) নেতৃত্বে কয়েকজন হামলা চালান। এসময় হামলাকারীরা জামায়াতের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

এ রোববার (৯ মার্চ) হাসিনা খাতুন নামের জামায়াতের এক নারী কর্মী বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় আল-আমিন, ঝুমুর, সোহেল ও সাহেব আলীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী হাসিনা খাতুন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের মহিলা শাখার সদস্য।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, সোহেল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গ্রেফতার সোহেল বিএনপির সাধারণ কর্মী। অন্য আসামিরাও বিএনপিকর্মী। তবে কারও কোনো পদ-পদবি নেই বলে জেনেছি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।