নেত্রকোনায় ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১১ মার্চ ২০২৫

নেত্রকোনায় ব্যবসায়ী হত্যায় শাহজাহান মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও আবুল বাশার (৩৪) নামের আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে জেলা ও দায়েরা জজ মো. হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আবুল বাশারকে একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া জেলার কলমাকান্দা উপজেলার কালাইকান্দি গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। আর আবুল বাশার একই উপজেলার হরিনাকুণ্ড গ্রামের মনসুর আলীর ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্র জানায়, মিলন মিয়া কালাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে কাপড় বিক্রির পাশাপাশি বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। তার দোকানের পাশে একই গ্রামের শাহজাহান মিয়াও কম্পিউটার ও বিকাশের ব্যবসা করতেন। সেই সূত্রে তাদের উভয়ের মধ্যে টাকা-পয়সার লেনদেন ছিল। শাহজাহান মিয়া মিলনের কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন। কিন্তু নিদিষ্ট তারিখে টাকা না দেওয়ায় ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে মিলন পাওনাদার শাহজাহানকে মিয়াকে পাওনা দেড় লাখ টাকা পরিশোধের চাপ দেন। এসময় শাহজাহান মোটরসাইকেল বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে সময় চান। কিন্তু ওই দিন রাতে মিলন বাড়ি থেকে রাতের খাবার শেষে দোকানের উদ্দেশ্যে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে মিলনের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে শাহজাহান মিয়া ও তার সহযোগী আবুর বাশারকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জামা দেন। পরে ৯ জনের সাক্ষ্য শেষে মঙ্গলবার বিকেলে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম আদালতে রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, রায়ে মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত শাহজাহান মিয়াকে সাতদিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

তবে আসামি পক্ষের আইনজীবী এম নজরুল ইসলাম খান জানান, আসামিরা ন্যায়বিচার পায়নি। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।