মাগুরায় শিশু ধর্ষণ

ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১১ মার্চ ২০২৫
ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে কিশোরী ফাইজা ইসলাম তোয়া (ওড়না পরিহিত)। তার সঙ্গে অনশনে বসেছেন আরও কয়েকজন

মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকের ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে নেত্রকোনায় আমরণ অনশনে বসেছেন ফাইজা ইসলাম তোয়া নামের এক কিশোরী।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রধান ফটকে আমরণ অনশনে বসেন তিনি।

ফাইজা ইসলাম তোয়া (১৭) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর গ্রামের রাজিউল হাসান তালুকদারের মেয়ে। তিনি ময়মনসিংহ শহরের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফাইজা ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা, উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার সুযোগে এসব অপরাধ প্রবণতা বাড়ছে। মাগুরার আট বছরের শিশুও এর কবল থেকে রেহাই পাচ্ছে না। ৪৮ ঘণ্টার মধ্যে সেই ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে আমরণ অনশনে বসেছি। প্রশাসনের কাছ থেকে এ দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চলবে।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার সাহস পাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র এবং প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। এসব বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তার আমরণ অনশনে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার বিকেলে অনশনে যোগ দেন নেত্রকোনা সরকারি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী শামিম আহমেদ জয়, সৈয়দা সাদিয়া ইসলাম, আরমান খান, আবু সাঈদ ও শেখ মনোয়ার জাহান অপূর্ব।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।