সাতক্ষীরায় ‘মব ভায়োলেন্স’ রুখে দিলো বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১২ মার্চ ২০২৫

সাতক্ষীরায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকার জনৈক মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

সাতক্ষীরায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ এর হাত থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি

এ ঘটনার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি হতে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদ দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাতেও বাধা দেয়।

পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর হতে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোনো প্রকার বল প্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থল হতে সরিয়ে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

আহসানুর রহমান রাজীব/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।