খাগড়াছড়িতে সেনাবাহিনীর ইফতার সামগ্রী পেলো ৫ শতাধিক পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৩ মার্চ ২০২৫

 

পবিত্র রমজানকে সামনে রেখে পাঁচ শতাধিক দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ২০৩ পদাতিক ব্রিগেড তথা খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইফতার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

ইফতার সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে আমাদের আশপাশে যেসব গরিব মানুষ রয়েছে তাদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ২০৩ পদাতিক ব্রিগেড তথা খাগড়াছড়ি সেনা রিজিয়নের এমন মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেছেন সচেতন নাগরিক সমাজ।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।