লোকালয়ে ধরা পড়েছে গড়াই নদীর কুমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৩ মার্চ ২০২৫

লোকালয়ে ধরা পড়েছে ঝিনাইদহের শৈলকূপার গড়াই নদীর একটি বিশাল আকৃতির কুমির। কুমিরটি দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। পরে কুমিরটি উদ্ধার করে খুলনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে শৈলকূপার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খুলুমবাড়িয়া গ্রামের বাসিন্দারা জানান, গড়াই নদীতে বেশ কিছুদিন ধরে চারটি কুমির ভাসতে দেখা যায়। বুধবার রাতে শৈলকূপার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি গোয়ালঘরের পাশে ৮ থেকে ১০ ফুট লম্বা কুমিরটি হাটাহাটি করছিল। এসময় গ্রামবাসী কুমিরটি ধরে ফেলে।

এ খবর জানতে পেরে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও শৈলকূপার কৃতি সন্তান মো. আসাদুজ্জামান কুমিরটির জীবন রক্ষা ও উদ্ধারের জন্য স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে নির্দেশনা দেন। পরে শৈলকূপা থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকালে খুলনা বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়।

শৈলকূপা উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, খুলুমবাড়ি গড়াই নদীর তীরবর্তী এলাকা। গড়াই নদী থেকে বিশাল আকৃতির একটি কুমির লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসি কুমিরটি ধরে ফেলে। সেটি উদ্ধার করে খুলনা বিভাগীয় বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ডিম পাড়ার জন্য কুমিরটি ডাঙায় এসে পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল।

শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।