ঝিনাইদহ

কয়েলের আগুনে প্রাণ গেলো শতাধিক পাখির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৩ মার্চ ২০২৫

ঝিনাইদহের একটি পাখি বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন জাতের প্রায় শতাধিক বিদেশি পাখি মারা গেছে।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাত ১১টার দিকে ব্যাপারীপাড়া শাপলা চত্বরের বিডি বার্ড ফুডের দোকানে আগুন লাগে।

দোকান মালিক কাজী ইবলুর জানান, রাতে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। প্রতিদিন কয়েল জ্বালানো হয় ওই দোকানে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

jagonews24

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় আগুনে পুড়ে লাভবার্ড, ককাটেল, বাজরিকা ও ডায়মন্ড ডাভসহ বিভিন্ন প্রজাতির শতাধিক পাখির মৃত্যু হয়।

তিনি বলেন, পাখিগুলো সখ করে সংগ্রহ করতাম। পরে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করি। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। এতগুলো পাখির মৃত্যু আমি সহ্য করতে পারছি না। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভিন হাসান জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

শাহজাহান নবীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।