মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রে প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৬ মার্চ ২০২৫

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। রোববার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শহরের ভায়না মোড়ে সমাবেশে জেলা প্রেস ক্লাব, খেলাফত মজলিস, জেলা গণ কমিটি, জেলা পরিবেশক সমিতি, অনুজ নাট্যঙ্গন, ভৈরব সংগীত নিকেতন, বিকে সঙ্গীতালয়, জেলা ইটভাটা মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,এটিএম মহব্বত আলী ,শম্পা বসু,জেলা পরিবেশক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মুরাদ,সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এ অঞ্চলের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। কলেজের সামান্য কিছু সংকট নিরসন ও ডিপিপি অনুমোদন করে প্রতিষ্ঠানটির আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হোক। এ দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন বিভিন্ন সংগঠনের নেতারা।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।