চুরির অপবাদে দুই যুবককে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৬ মার্চ ২০২৫

বরিশালে চুরির অপবাদে দুই যুবককে বেঁধে পিটিয়েছে কয়েক ব্যক্তি। হাত-পা বেঁধে পেটানোর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, পৃথকভাবে দুজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যাদের একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাকে এক ব্যক্তি পেটাচ্ছ।

জানা গেছে, রহমতপুর ব্রিজ এলাকায় রডের দোকান ‘সেবা ইঞ্জিনিয়ারিং’ থেকে লোহার পাত চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্থানীয় চাঁন মুন্সির ছেলে মিঠুন (২০) ও বাবুল বেপারীর ছেলে লিংকনকে (২৩) আটক করে মালিক। পরে তাদের দড়ি দিয়ে বেধে বেধড়ক পেটান দোকানের মালিক মো. হাসান। খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির সিকদার জানান, ঘটনাটি তিনিও সামাজিক মাধ্যমে দেখেছেন। তবে কেউ কোনো মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।