কসবায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৫ মে ২০১৬

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জাগো নিউজকে জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আইন-শৃঙ্খলার ব্যাপারে জানতে চাইলে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য, ১৫ জন আনসার সদস্য, একটি করে মোবাইল টিম, একটি করে স্ট্রাইকিং ফোর্স ও একটি করে বিজিবির টিম দায়িত্ব পালন করছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখবো।

kosba

উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এমরান উদ্দিন জুয়েল, বিএনপি মনোনীত প্রার্থী মো. ইলিয়াস ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মনির হোসেন দেলোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিপরীতে সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৫৩ জন ও নারী ভোটার ১৩ হাজার ১৮ জন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।