ঝিনাইদহে যুবকের পেট থেকে বেরিয়ে এলো ৬ সোনার বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৮ মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে এক যুবকের পেট থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক যুবকের নাম রাজ রকি (৩২)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

সোমবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে জীবননগর বিওপি সদস্যরা তাকে আটক করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকের পর যুবক রাজ রকিকে জিজ্ঞাসাবাদের জন্য জীবননগর বিওপি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মলত্যাগ করানো হলে পেট থেকে দুটো পোটলা বেরিয়ে আসে। ওই পোটলা খুলে ছয়টি সোনার বার পাওয়া যায়।

পরে উদ্ধারকৃত সোনার বার জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, আটক যুবককে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহজাহান নবীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।