হরিণাকুন্ডে বিএনপি প্রার্থীর উপর হামলা
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণার সময় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আ. হান্নান মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ দলের লোকজন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শীতলীপাড়া গ্রামে দুলালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত আ. হান্নানের ছোট ভাই ওহিদুজ্জামান বুলু জানান, সকালে আমার ভাই শীতলীপাড়া গ্রামে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে যান। এসময় প্রতিপক্ষের লোকজন ৫/৬টি মটরসাইকেলযোগে এসে আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহমেদ নাসিম আনসারী/এফএ /পিআর