লঞ্চের ধাক্কায় জেলের নৌকাডুবি, শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৮ মার্চ ২০২৫

ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় জেলের নৌকা ডুবে রায়হান মল্লিক নামে ১০ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে জেলার নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ রায়হান ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসা নুরানী মাদ্রাসায় লেখা পড়া করতো। প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামে এক জেলের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়েছিল রায়হান।

লঞ্চের ধাক্কায় জেলের নৌকাডুবি, শিশু নিখোঁজ

এ ঘটনায় নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরিদল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়রা জানান, নলছিটির গৌড়িপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে মঙ্গলবার সকাল ৬টার দিকে মাছ ধরার নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কা লাগে। এতে নৌকাটি তখনই দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমাণ ছিল নৌকাটি। লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও রায়হান নদীতে নিখোঁজ হয়।

সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরিদল নিখোঁজের সন্ধান করছে।

মো. আতিকুর রহমান/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।