মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ৩ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৮ মার্চ ২০২৫

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজার ও নিউ মার্কেটে এই অভিযান চালানো হয়।

এরমধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিএইচবি অ্যান্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অভিযোগে মেসার্স সৌখিন স্টোর ও মেসার্স পায়েল কসমেটিকসকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। এতে সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

হুসাইন মালিক/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।