২৯ বছর পর হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২৯ বছর পর হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে মাগুরা জেলার শালিখা উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভরাট গ্রামের মৃত মোহর আলী মোল্যার ছেলে আব্দুস সাত্তার (৫২), একই গ্রামের মৃত রইচ মন্ডলের ছেলে সিরাজ মন্ডল (৫০) ও তার ভাই ওয়াদুদ মন্ডল (৫৫)।
থানা পুলিশ জানায়, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব আলী নামের এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা করা হয়। সেই মামলার আসামিরা মাগুরা জেলার শাখিলা গ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার ওই তিন আসামিকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব হোসেন পারখির্দ্দা গ্রামে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে আয়ুব হোসেনকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে হত্যা করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। এদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস