অ্যাটর্নি জেনারেল

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২১ মার্চ ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না।

শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষুধার্ত অবস্থায় থেকেছে। অন্যদিকে শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্থানা গড়তে দেওয়া হবে না

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহজাহান নবীন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।