ভারত প্রবেশের চেষ্টা, সীমান্তে ১৫ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৩ মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

তারা হলেন- মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. মিরাজ (২৭), নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বড় নাল গ্রামের উজ্জ্বল মোল্লা (২৮), খুলনার দৌলতপুরের বিএল রোডের সোহাগ সিকদারের ছেলে শাকিল শিকদার (২২), কুষ্টিয়ার ভেড়ামারার হালদারপাড়ার সহাদবের ছেলে সুব্রত বিশ্বাস (১৮), বাগেরহাটের মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৮) ও ঢাকার মোহাম্মদপুরের শেরে বাংলা রোডের অশোক বালা (৪৫)।

রোববার (২৩ মার্চ) ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, বাঘাডাংগা বিওপির হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে আট বাংলাদেশিকে আটক করে বিজিবি।

এছাড়া খোসালপুর বিওপির হাবিলদার শিকদার ইউনুসের নেতৃত্বে টহলে নারী ও শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি। এদিকে পলিয়ানপুর বিওপির হাবিলদার জুয়েলের নেতৃত্বে সীমান্তবর্তী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পৃথক এসব অভিযানে আটক১৫ জনের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু। আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ৯ নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ৬ বাংলাদেশিকে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

শাহজাহান নবীন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।