নাটোরে এস্কেভেটরসহ ১২ ডাম্প ট্রাক জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৮ মার্চ ২০২৫

নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন করার সময় একটি এস্কেভেটরসহ ১২টি ডাম্প ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকচালক ও ভেকুচালক পালিয়ে যান। জব্দ মালামাল সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।