নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৮ মার্চ ২০২৫

নাটোরে শহরের পুরাতন থানার পাশে একটি পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কান্দিভিটা এলাকার তালাব পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে তালাব পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে কম্বলে মোড়ানো একটি বস্তার মত বস্তু উঠে আসে। সেটিকে উপরে তুলে কম্বল খোলা হলে আগ্নেয়াস্ত্র দেখা যায়। পরে পাশের ট্র্যাফিক পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে আসে ও থানা পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে নাটোর থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুরে তল্লাশি চালায়। এসময় আরও চারটি শটগান উদ্ধার করা হয়।

নাটোরে পুকুর থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিলী শারমিন সুলতানা নেলি বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় ডুবুরিদল পুকুরে তল্লাশি চালিয়ে চারটি শটগান ও জেলের জালে উঠে আসা একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থাসহ সন্দেহভাজন আরও পুকুরে তল্লাশি চালানো হবে।

রেজাউল করিম রেজা/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।