কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে ১৪ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৮ এএম, ৩০ মার্চ ২০২৫
কুমিল্লায় ১৪ দোকান আগুনে পুড়ে ছাই

কুমিল্লার বুড়িচংয়ে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার ভারেল্লা বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে বুড়িচং উপজেলার ভারেল্লা বাজারে অরুন মিয়াজীর চা দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় প্রায় ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- অরুন মিয়াজীর চায়ের দোকান, মদিনা থাই অ্যালুমিনিয়াম, বাসার টেইলার্স ও কাপড়ের দোকান, ডা. রেহান উদ্দিনের হোমিওপ্যাথিক দোকান, জামাল হার্ডওয়্যার, নজরুল ইসলামের জুতার দোকান, আক্তারের সারের দোকান, ডা. শরিফের দোকান, ডা. রৌশনের দোকান, ডা. রহিমের দোকান, জাহাঙ্গীরের সারের দোকান, সোলমানের চালের দোকান, খোরশেদের পান দোকান, ছাব্বিরের অটোরিকশার দোকান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বুড়িচং উপজেলা স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের সহযোগিতা করা হবে।

জাহিদ পাটোয়ারী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।