ফরিদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০২ এপ্রিল ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় কলাগাছে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদের তৃতীয় দিন হওয়ায় এ আয়োজনে বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি ও ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা মরিয়ম বেগম বলেন, ‘ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। অনেক ভালো লেগেছে। অনেক আনন্দ পেয়েছি।’

ফরিদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি আবুল বাশার বিপ্লব বলেন, গ্রামবাংলার ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। ঐতিহ্য ধরে রাখতে আর মানুষের ঈদ বিনোদনকে বাড়িয়ে তুলতে এমন আয়োজন করা হয়েছে।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় সাতটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গুনবহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাসান, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান হাসান, নওশের মোল্লা, ইশারত খান, জাকারিয়া হোসেন উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।