টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ড. ইমদাদুল হক মেমোরিয়াল কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৯ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রা যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মারুফ হোসেন মাতুব্বরের (১৮) অবস্থার অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত মারুফ হোসেন মাতুব্বর (১৮) টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড় ঝনঝনিয়া গ্রামের মাহফুজুর মাতুব্বরের ছেলে ও মোহাননেত শেখ (১৬) একই গ্রামের কামাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে স্থানীয়দের অভিযোগ, এই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাই তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।