সাতক্ষীরায় প্লাবিত এলাকায় চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৩ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় আশাশুনি উপজেলায় বেড়িবাঁধ ভেঙে নদীর পানিতে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। এসব এলাকায় চিকিৎসা সেবাসহ ত্রাণ ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় তিন শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান এবং ২৫০টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।

এ ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ, এএমসি।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।