কুষ্টিয়ায় নির্বাচনী বিরোধে হোটেল মালিক নিহত


প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৭ মে ২০১৬

কুষ্টিয়ার আইলচারায় নির্বাচনী বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহিন আলী (৩০) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে রাতে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত শাহিন আলী আইলচারা ইউনিয়নের পরাজিত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেনের কর্মী ছিলেন এবং বড় আইলচারা গ্রামের মৃত জাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আইলচারা বাজারে নিজ হোটেল বন্ধ করে শাহিন আলী বাড়ি ফিরছিলেন। এ সময় জোয়ার্দ্দার পাড়ার কাছে আগে থেকে ওৎ পেতে থাকে ৬/৭ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়।

এ সময় শাহিন আলীর আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হলে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, শাহিন এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলো।

নিহতের পারিবার জানায়, সম্প্রতি অনুষ্ঠিত আইলচারা ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে নৌকা সমর্থিত বিজয়ী চেয়ারম্যান মোতালেব হোসেন ও পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শাহিন আলী আইলচারা ইউনিয়ন নির্বাচনে নৌকার পক্ষে প্রত্যক্ষভাবে কাজও করেছিল। এরই জের ধরে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।  

আল-মামুন সাগর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।