কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নানা অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করা হবে। চিকিৎসক সংকটসহ ওষুধ ও অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুত সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সবাইকে নিয়ে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।