টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৭ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বড় দেওড়া মুদাফা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিমুল (২৫) নীলফামারীর কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, বড় দেওড়া মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটির মাঠের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। তখন লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন ডা. তারানা বিনতে আনোয়ার।

নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান এই চিকিৎসক।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।